Ticker

6/recent/ticker-posts

B

 শিরোনাম: হাঁসের দল থানায় অভিযোগ করলো—"আমাদের খাবার ছিনিয়ে নিলো কাক!"


রিপোর্টার: ভাইরালনিউজ প্রতিনিধি, হাঁসপাড়া


হাঁসপাড়া গ্রামের আজব ঘটনা! স্থানীয় পুকুরপাড়ে বসবাসরত হাঁসেদের একটি দল থানায় এসে অভিযোগ করেছে, "কাক আমাদের প্রতিদিনের খাবার ছিনিয়ে নিয়ে যাচ্ছে।"


থানার অফিসার প্রথমে ভেবেছিলেন, কেউ হয়তো মজা করছে। কিন্তু পরে দেখা যায়, হাঁসেরা সত্যি সত্যি দল বেঁধে থানার সামনে হাঁকডাক করছে। এক হাঁস মুখপাত্র বলে,


> “প্রতিদিন সকালে আমাদের মালিক চাল ছিটায়, আর ঠিক তখনই কাকের দল আক্রমণ চালায়—আমরা হাঁস হয়ে এত সহ্য করি কিভাবে?”




স্থানীয় মানুষজন হাঁসেদের প্রতিবাদে সাড়া দিয়ে একটি ‘হাঁস বাঁচাও, কাক তাড়াও’ মিছিলও বের করেছেন।


এদিকে কাকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি, তবে তারা আকাশে চক্কর দিয়ে প্রতিবাদ জানাচ্ছে বলে জানা গেছে।


Post a Comment

0 Comments